বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, এমপি-মন্ত্রী হওয়ার জন্য নির্বাচন করি না। আমি মানুষের সেবা করার জন্য নির্বাচন করি। ২০১৮ সালের মতো নির্বাচন চাই না। জনগণ যাতে তাদের ইচ্ছা মতো ভোট দিতে পারেন সে ব্যবস্থা করতে হবে।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইলের সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ইংল্যান্ডে অবস্থান করছেন আমাদের তারেক রহমান। আমি সেদিনও বলেছি আরে বাবা, তোমার মা বৃদ্ধ। যে কোনো সময় মারা যেতে পারেন। দেশে এসে তাকে সেবা করো। তোমাকে যদি গ্রেফতার করে, তাহলে বোনকে (প্রধানমন্ত্রী) আমি সুপারিশ করব। তার মাকে সেবা করার জন্য যেতে দেন। তিনি (তারেক) ইংল্যান্ডে বসে ষড়যন্ত্র করছেন। বাঙালি ষড়যন্ত্র হজম করতে জানে। আমরা এ ষড়যন্ত্রের মোকাবিলা করব।
আরও পড়ুন: তারেক রহমানকে সাপোর্ট করবো না: কাদের সিদ্দিকী
কাদের সিদ্দিকী বলেন, আগামী নির্বাচনে ৩০০ আসনে দলের প্রার্থী দেওয়া হবে। নির্বাচনে বিএনপি আসুক বা না আসুক তাতে কোনো কিছু যায় আসে না।
কৃষক-শ্রমিক জনতা লীগের উপজেলা আহ্বায়ক আব্দুস সবুর খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার চৌধুরী), কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, সাংস্কৃতিক সম্পাদক সঙ্গীত শিল্পী নকুল কুমার বিশ্বাস, সদস্য শামীম আল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ।
আরিফ উর রহমান টগর/আরএইচ/জেআইএম