আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য আতাউর রহমান প্রধান বলেছেন, ‘দেশের ৯০ শতাংশ মানুষ হরতাল-অবরোধ চায় না। আলোচনায় সব সমাধান হবে। কিন্তু হরতাল-অবরোধ ডেকে মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কোনো রাজনৈতিক দলের নেই।’
শনিবার (৪ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আমানতুল্ল্যা প্রধান মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আওয়ামী লীগের শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: হরতাল-অবরোধ শিক্ষা ব্যবস্থাকে ব্যহত করছে
আতাউর রহমান প্রধান বলেন, ‘নৌকা প্রতীক দেওয়া নেওয়ার বিষয়টি প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যার হাতে। এ আসনে নৌকা প্রতীক যাকে দিবেন আমরা তার পক্ষে কাজ করবো।’
বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন প্রধানের সভাপতিত্বে সমাবেশে সাবেক জেলা কমান্ডর বীর মুক্তিযোদ্ধা আকতারুল আলম প্রধান, পাটগ্রাম উপজেলার সাবেক বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাস হোসেন প্রধান ও জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক সারওয়ার হায়াত খান প্রমুখ বক্তব্য রাখেন।
রবিউল হাসান/আরএইচ/এমএস