বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথমদিনেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বন্ধ রয়েছে দূরপাল্লার যানবাহন। এতে বন্ধ রয়েছে বেশির ভাগ টিকিট কাউন্টারই। তবে কিছু কাউন্টারে বসে অলস সময় পার করছে টিকিট বিক্রেতারা।
রোববার (৫ নভেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড়ে সরেজমিনে গিয়ে এমনই চিত্র দেখা যায়।
আবুল হোসেন নামে এক ব্যবসায়ী বলেন, ব্যবসার কাজে চট্টগ্রাম যাবো তাই বের হয়েছিলাম। কিন্তু শিমরাইল মোড়ে এসে দেখি দূরপাল্লার কোনো যানবাহন নেই। পাশাপাশি টিকিট কাউন্টার বন্ধ রয়েছে। তাও ভেবেছিলাম দু-একটা বাস পাওয়া যাবে। এখন দেখি চট্টগ্রামের কোনো বাস নেই।
আবুল কাশেম নামের এক টিকেট বিক্রেতা বলেন, সকাল থেকেই দূরপাল্লার কোনো যানবাহন এখানে আসেনি। তাই কাউন্টার বন্ধ করে রেখেছি।
আরও পড়ুন: অবরোধ: কক্সবাজারে বন্ধ দূরপাল্লার বাস
মনির হোসেন নামের আরেক টিকেট বিক্রেতা বলেন, কেন যানবাহন বন্ধ তা জানা নেই। এ বিষয়ে মালিকপক্ষ ভালো বলতে পারবে।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন বলেন, যানবাহন চলাচলে কোথাও কোনো বাধা নেই। তবুও কি কারণে দূরপাল্লার বাস আসছে না তা তারাই ভালো বলতে পারবে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, সিদ্ধিরগঞ্জে সবকিছু স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি।
রাশেদুল ইসলাম রাজু/জেএস/এমএস