দেশজুড়ে

যুবদলের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, আহত ৭

বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির শেষদিনের সমর্থনে ফেনীতে বিক্ষোভ মিছিল বের করেন যুবদল নেতাকর্মীরা। তবে পুলিশি বাধায় তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাখা সড়ক থেকে মূল সড়কে উঠতে পারেনি।

সোমবার (৬ নভেম্বর) সকালে শহরের ইসলামপুর রোডের যুবদলের দলীয় কার্যালয় সংলগ্নে এ ঘটনা ঘটে। বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কে উঠতে চেয়েছিল। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে সাত নেতাকর্মী আহত হয়েছে বলে অভিযোগ নেতাদের।

বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির শেষদিনের সমর্থনে এ বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন ফেনী জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খন্দকার।

আরও পড়ুন: ভোলায় পুলিশের ওপর হামলায় শিবিরকর্মী গ্রেফতার

এসময় জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী বরাত, দপ্তর সম্পাদক আল ইমরান, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, ফেনী সদর উপজেলা যুবদলের আহবায়ক নিজাম উদ্দিন মাস্টার, সদস্য সচিব শাহাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফরিদুল ইসলাম রাহাত, সোনাগাজী উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন প্রবিরসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেনী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খোন্দকার বলেন, অবরোধের সমর্থনে যুবদলের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিল নিয়ে একটু সামনে অগ্রসর হলে পুলিশ বাধা দেয়। বাধা উপেক্ষা করে মিছিলটি অগ্রসর হওয়ার চেষ্টা করলে জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিনসহ সাত নেতাকর্মী আহত হয়েছেন।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না৷ এ বিষয়ে এখনো কিছু জানি না। খোঁজ নিয়ে বিস্তারিত জানা যাবে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জিকেএস