কক্সবাজারে দেড় লাখ ইয়াবা উদ্ধারের মামলায় শাহজাহান নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে তিনলাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন বছর বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
সোমবার (৬ নভেম্বর) বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিন এ রায় দেন।
শাহজাজান উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের থাইংখালী রহমত বিল গ্রামের মৃত আশরাফ মিয়ার ছেলে।
আরও পড়ুন: যাবজ্জীবন অর্থ আমৃত্যু কারাদণ্ড
রাষ্ট্রপক্ষের আইনজীবি (পিপি) ফরিদুল আলম বলেন, ২০২২ সালের মার্চ মাসে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার তুর্কি হাসপাতালের সামনের টেকনাফ-কক্সবাজার মহাসড়ক থেকে শাহাজাহানকে দেড় লাখ ইয়াবাসহ আটক করে র্যাবের একটি দল। এ ঘটনায় র্যাব বাদী হয়ে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে। সে মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত সোমবার রায় ঘোষণা করে।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা এস.এম আববাস উদ্দিন বলেন, রায়ের সময় অভিযুক্ত কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাকে কক্সবাজার কারাগারে পাঠানো হয়েছে।
সায়ীদ আলমগীর/আরএইচ/এমএস