সিরাজগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এসএম আব্দুল আলীমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর এলাকার সর্দারপাড়ার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, নাশকতার মামলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে আব্দুল আলীমের গ্রেফতারের ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, মামলা-হামলা ও গ্রেফতার চালিয়ে বিএনপির কর্মীদের দমানো যাবে না। তাই তিনি এ যুবদল নেতাসহ গ্রেফতারকৃত সব নেতাকর্মীদের মুক্তির দাবি করেন।
এম এ মালেক/আরএইচ/এমএস