দেশজুড়ে

অপহরণের ৩৭ দিন পর স্কুলছাত্রী উদ্ধার

গাইবান্ধার সাঘাটায় অপহরণের ৩৭ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ নভেম্বর) দুপুরে একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

রাতে বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হোসেন।

উদ্ধার হওয়া স্কুলছাত্রী উপজেলার এক ইউপি চেয়ারম্যানের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর বিকেলে গ্রামের রাস্তার পাশে চিপস কিনতে যায় ওই স্কুলছাত্রী। এসময় নাহিদ হাসান লিমন, সোহাগ মিয়া ও বিপ্লব মিয়া নামের তিন যুবক তার পথরোধ করেন। পরে তাকে অপহরণ করে নিয়ে যান তারা। এ ঘটনায় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই তিন যুবকের বিরুদ্ধে মামলা করেন স্কুলছাত্রীর বাবা।

অপহরণের ৩৭ দিন পর অপহরণকারীরা মেয়েটিকে একটি বাড়িতে আটকে রেখে পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ আজ দুপুরে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে।

ওসি রাকিব হোসেন বলেন, স্কুলছাত্রীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

শামীম সরকার শাহীন/এসআর/এমএস