বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের প্রথম দিন রোববার পাবনার ঈশ্বরদীতে পাঁচটি ককটেল বিস্ফোরণ, রেললাইনে আগুন ও একটি ট্রাক ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা হয়েছে।
সোমবার (৬ নভেম্বর) রাতে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এজাহারভুক্ত আসামিদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
এর আগে ঈশ্বরদী থানা পুলিশের এসআই সুব্রত কুমার বাদী হয়ে মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ঈশ্বরদীতে ককটেল বিস্ফোরণ-রেললাইনে আগুন-ভাঙচুর
মামলায় আসামিরা হলেন- ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদি হাসান (৩৫), পৌর যুবদলের সভাপতি জাকির হোসেন জুয়েল (৪৫), পৌর শহরের শৈলপাড়ার রুবেল (২৫), পশ্চিম স্কুলপাড়ার রিপন ওরফে চায়না রিপন (৩৫), শৈলপাড়ার শাহিন (৪৬), শৈলপাড়ার মামুন হোসেন (৩০), উত্তর পিয়ারাখালির রাশেদুল ইসলাম (৪৫) ও স্কুলপাড়া মুচিপাড়া এলাকার মিলন রবিদাস (২৭)।
রোববার সন্ধ্যা ৭টার দিকে অবরোধের সমর্থনে বিএনপির ২০-২৫ জন যুবক রেলগেটে এসে পরপর পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটান। পরে রেললাইনে অগ্নিসংযোগ করে অবরোধের সমর্থনে স্লোগান দেন তারা। এসময় রেলগেটের কাছে একটি ট্রাকে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।
শেখ মহসীন/কেএসআর