দেশজুড়ে

দুই শতাধিক নেতাকর্মী নিয়ে ‘মুজিব’ দেখলেন আওয়ামী লীগ নেত্রী

দুই শতাধিক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর জীবনী নিয়ে নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি উপভোগ করেছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী।

মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটি জেলা শহরের ‘তাজ’ সিনেমা হলে গিয়ে উপভোগ করেন তিনি। এ সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এতে বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরেফিন শুভ।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী বলেন, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু আমাদের জাতিসত্তা। মুজিব একটি জাতির রূপকার, এই সিনেমার মধ্য দিয়ে বস্তুত বঙ্গবন্ধু যে একটি জাতির আর্কিটেক্ট, সেটা কীভাবে একটি জাতির স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছেন, কীভাবে আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছেন তা ফুটে উঠেছে।

আরও পড়ুন: সন্তান কোলে সংবাদ সম্মেলনে স্বামী হত্যার বিচার চাইলেন তানিয়া

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক সিনেমাটি আমাদের সবারই দেখা নৈতিক দায়িত্ব। তাই উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের প্রায় দুই শতাধিক নেতাকর্মী নিয়ে সিনেমা দেখতে এসেছি। নেতাকর্মীদের নিয়ে আসার অর্থই হলো- জাতির জনক বঙ্গবন্ধুকে জানা এবং তার মধ্য দিয়ে দেশপ্রেম সৃষ্টি করা।

এসময় উপস্থিত ছিলেন আফরুজা বারীর ছোট বোন ও সাবেক সচিব তৌহিদা বুলবুল, লায়লা আক্তার পুষ্প, রামজীবন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাদেকুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মজনু হিরো, ছাপড়হাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ রনজু, শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল হুদা রাজু, উপজেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুদুর রহমান প্রামাণিক, সহ-সভাপতি মাহমুদুর রহমান মিলন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি গণেশ চন্দ্র শীল, সাধারণ সম্পাদক হাইদুল ইসলাম, যুবনেতা উদয় নারায়ণ, শহিদুল ইসলাম রানা, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাবানা বেগম বীণা, যুব মহিলা লীগের সভাপতি আল্পনা গোস্বামী, ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক রতন মিয়া, আরিফুল ইসলাম, শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি সবুজ মিয়া, সাধারণ সম্পাদক নাহিদ হাসানসহ আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের দুই শতাধিক নেতাকর্মী।

শামীম সরকার শাহীন/জেএস/এমএস