দেশজুড়ে

মহল্লায় নেতাকর্মীদের নজরদারি বাড়ানোর নির্দেশ বাহাউদ্দিন নাছিমের

যশোরে বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, দেশে আবারও আগুন সন্ত্রাস শুরু হয়েছে। দেশের যেকোনো প্রান্তে বিএনপি-জামায়াত আগুন সন্ত্রাস, নাশকতা করার চেষ্টা করলে আওয়ামী লীগ যেকোনো মূল্যে প্রতিহত করবে। যারা দেশের উন্নয়ন-সমৃদ্ধির পথকে বাধাগ্রস্ত করবে তাদের দেশে রাজনীতির করার সুযোগ দেবে না আওয়ামী লীগ।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি নেতাকর্মীদের মহল্লায় মহল্লায় নজরদারি বাড়ানোর নির্দেশনাও দেন।

‘ঘটনাবহুল ৭ নভেম্বরে জিয়া কর্তৃক সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা হত্যা দিবস ও বিএরপির আগুন সন্ত্রাস, পুলিশ হত্যা এবং সাংবাদিক নির্যাতনের’ প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যশোর জেলা আওয়ামী লীগ।

সমাবেশে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, নির্বাচন চলে এসেছে। জামায়াত-বিএনপি ও স্বাধীনতাবিরোধী শক্তিরা জাগ্রত হয়েছে। তারা দেশের উন্নয়ন থামিয়ে দিতে চায়। তাই তারা আগুন সন্ত্রাসে নেমে পড়েছে। এজন্য নেতাকর্মীরা সতর্ক থাকবেন। পাহারা বৃদ্ধি করতে হবে। তারা যাতে আর কোনো নাশকতা, বোমাবাজি, পটকাবাজি করতে না পারে।

তিনি বলেন, আর ঘরে বসে থাকার সময় নেই। আমরাও ঘর থেকে নেমে পড়েছি। আমরা ঘরে থাকবো না। সুষ্ঠু নির্বাচন শেষ করেই আমরা ঘরে ফিরবো।

অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, জামায়াত-বিএনপি যে হাত দিয়ে গাড়ি পোড়াবে, তাদের সেই হাতটা পুড়িয়ে দিতে হবে। পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে। বিএনপি-জামায়াতকে আগামী দিনে রাজপথে নামতে দেওয়া যাবে না। কাল থেকে এই অঞ্চলে একটা গাড়িতে যদি কেউ হাত দেয়, গাড়িতে গান পাউডার দিয়ে নিরীহ মানুষকে পুড়িয়ে মারে, তাহলে ঘর থেকে বিএনপি নেতাদের ধরে এনে পুলিশের কাছে সোপর্দ করতে হবে।

অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম মিলন বলেন, গত ২৮ অক্টোবর ফখরুল ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্ন দুঃস্বপ্নে রূপ নিয়েছে। তিনি এখন জেলে বসে ভকম খাচ্ছেন। গদিতে বসতে পারেন নাই। তারা চ্যালেঞ্জ দিয়েছিল এই দেশে শুধু বিএনপি থাকবে; আওয়ামী লীগ থাকবে না। আর আমরা বলেছিলাম, ২৮ তারিখের পর বিএনপি থাকবে না। আমাদের কথাই ঠিক হয়েছে। এখন মাঠে সার্চ দিলেও বিএনপি পাওয়া যাচ্ছে না।

যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সদস্য নির্মল কুমার চ্যাটার্জী। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি, সহসভাপতি মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, যশোর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলমগীর কবির সুমন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোৎস্না আরা মিলি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী।

মিলন রহমান/এফএ/এমএস