হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ নভেম্বর) জেলা শহর থেকে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার মিজানুর রহমান সুমন শায়েস্তাগঞ্জ উপজেলার কদমতলী গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন ভূঁইয়া জানান, পুলিশের দায়ের করা এক মামলায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সুমনকে গ্রেফতার করেছে। যুবদল নেতা সুমন শায়েস্তাগঞ্জ থানা পুলিশের দায়ের করা এক মামলায় জামিনে রয়েছেন। তবে সদর মডেল থানার আরেক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে হবিগঞ্জ ডিবির ওসি মো. নূর আলম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএসআর