দেশজুড়ে

পটুয়াখালীতে দুই মণ জাটকাসহ আটক ৩

পটুয়াখালীর কলাপাড়ায় অভিযান চালিয়ে দুই মণ জাটকাসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে নৌ-পুলিশ। বুধবার (৮ নভেম্বর) রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-মো. রবিউল ইসলাম (২৩), মো. হিলন বিশ্বাস (৪২) ও মাসুম সিকদার (৩২)। তাদের সবার বাড়ি উপজেলার ধুলাস্বারের ইউনিয়নে।

আরও পড়ুন: ১৬ জাভা ভোল মাছ বিক্রি হলো লাখ টাকায়

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার ধোলাই মার্কেট থেকে কয়েকজন ব্যবসায়ী বিক্রির উদ্দেশ্যে বেশ কিছু জাটকা মাছ পাচার করছে এমন সংবাদে পুলিশ অভিযান চালিয়ে কুয়াকাটা খানাবাদ কলেজ রোড থেকে তাদের আটক করে।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন, কিছু অসাধু ব্যবসায়ী জাটকা বিক্রির জন্য নিয়ে যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের জাটকাসহ আটক করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের বিরুদ্ধে মামলার মাধ্যমে আইনি ব্যবস্থা নেওয়া হবে। জব্দ মাছগুলোকে স্থানীয় এতিমখানার বিতরণ করা হবে।

আসাদুজ্জামান মিরাজ/জেএস/এমএস