দেশজুড়ে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যান চলাচল

বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের দ্বিতীয় দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহন চলাচল বেড়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকাল থেকে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান, পিকআপের পাশাপাশি যাত্রীবাহী বাস চলাচল করতে দেখা গেছে। তবে প্রাইভেটকার, নোহা গাড়ি চলাচল করতে দেখা যায়নি।

মহাসড়কের মিরসরাই সদরে দেখা গেছে, বারইয়ারহাট-চট্টগ্রাম শহরের মাদারবাড়ি রুটে চলাচল করা চয়েস পরিবহনের কয়েকটি ও উত্তর পরিবহনের বেশ কয়েকটি বাস চলাচল করছে। স্ট্যান্ডে দাঁড়িয়ে যাত্রী ওঠানামা করছে। মাঝে মধ্যে ফেনী থেকে চট্টগ্রামমুখী কয়েকটি বাসও চলাচল করেছে।

আরও পড়ুন: ব্যানারে ‘রাষ্ট্র মেরামতের কাজ চলছে’ লিখে আটক দুই ছাত্রদল নেতা

অবরোধের সমর্থনে সকাল থেকে কোথাও মিছিল ও পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। আজও মহাসড়কের বিভিন্ন স্পটে ভোর থেকে সরকারি দলের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। বারইয়ারহাটে পৌর মেয়র রেজাউল করিম খোকন, সোনা মিয়া চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের নেতৃত্বে নেতা-কর্মীরা অবস্থান নেয়।

বড়কমলদহ এলাকায় উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শ্রমিক লীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধের তেমন প্রভাব নেই। সকাল থেকে সব ধরনের গাড়ি চলাচল করছে। সড়কের বিভিন্ন পয়েন্টসহ গুরুত্বপূর্ণ স্পটে পুলিশ দায়িত্ব পালন করছে।

এম মাঈন উদ্দিন/জেএস/এমএস