লালমনিরহাটে দুই উপজেলার ১২টি ইউপিতে বৃহস্পতিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হাতীবান্ধা উপজেলার দ্বিতীয় পর্যায়ে ১১টি ইউনিয়নে এবং পাটগ্রাম উপজেলার ১টি ইউনিয়নে ইউপি নির্বাচনে ১১০ টি ভোটকেন্দ্র রয়েছে। আর এই ১১০টি ভোটকেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন অফিস।এর মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ বড়খাতা ইউনিয়নের ৯টির মধ্যে বড়খাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়খাতা ডিগ্রি কলেজ, পাইকার টারী সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফকিরপাড়ার ৯টির মধ্যে ২ নং ওয়ার্ডের বুড়াসারডুবী সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও সানিয়াজান ইউনিয়নের ৯ টি, টংভাংগার ৯টির মাধ্যে গেন্দুকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোদ বাড়াই পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব বেজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাইয়াবাড়ী ইউনিয়নের ৯টি, পাটিকাপাড়ার ৯টি, সিংগীমারীর ৯টি এবং পাটগ্রাম উপজেলার দহগ্রামের ৯টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোর জন্য বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে । হাতীবান্ধা উপজেলা নির্বাচন অফিসার মনোয়ার হোসেন জানান, ১১ টি ইউনিয়নের ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত থাকবেন এবং নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা করছি।হাতীবান্ধা উপজেলার ১১ ইউনিয়নের ভোটার সংখ্যা হলো, বড়খাতা ইউনিয়নে ১৫ হাজার ৬শ ৬৬ জন, গড্ডিমারী ইউনিয়নে ১২ হাজার ২শ ৮৩ জন, সিংগীমারী ইউনিয়নে ১৫ হাজার ৩শ ৪৬ জন, টংভাংগায় ইউনিয়নে ১৯ হাজার ৯শ ৩০ জন, সিন্দুর্না ইউনিয়নে ৯ হাজার ১শ ৪ জন, নওদাবাস ইউনিয়নে ১২ হাজার ৮শ ৭৬ জন, পাটিকাপাড়া ইউনিয়নে ৮ হাজার ২শ ১৩ জন, ডাউয়াবাড়ী ইউনিয়নে ১২ হাজার ৩শ ৩ জন, ভেলাগুড়ি ইউনিয়নে ১৭ হাজার ২শ ১০ জন, সানিয়াজান ইউনিয়নে ৯ হাজার ৯শ ৮৯ জন, ফকিরপাড়া ইউনিয়নে ১০ হাজার ৬শ ৮২ জন।রবিউল হাসান/এফএ/এমএস