রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর হাকিম মাহাবুবুর রহমান এ অভিযোগপত্র গ্রহণ করেন।মামলার এজাহার থেকে জানা যায়, বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা পল্টন থানাধীন মাওলানা ভাসানী মিলনায়তনে ২০১৩ সালের ১৪ অক্টোবর এক আলোচনা সভায় বক্তব্যে দা, কুড়াল, খন্তে, কাস্তি বল্লাম ইত্যাদি যার যা আছে তা নিয়ে আসার জন্য আহবান করেন।সাদেক হোসেন খোকা বলেন, ২৫ অক্টোবর ২০১৩ সালের পর আওয়ামী লীগ ও সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রয়োজনে যেকোনো প্রকারে সরকারকে মোকাবিলা করার জন্য তিনি উপস্থিত নেতাকর্মীদের নির্দেশ দেন। এ ঘটনায় পল্টন থানায় একটি সাধারণ ডায়রি করে পল্টন থানার পুলিশ।