দেশজুড়ে

লালমনিরহাটে তিন দিনব্যাপী ইজতেমা শুরু

লালমনিরহাট কালেক্টরেট মাঠে লাখো মুসল্লির অংশগ্রহণে তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়। যা শেষ হবে শনিবার।

জেলা ইজতেমা বাস্তবায়ন কমিটির সুরা সদস্য আবদুল খালেক মাষ্টার জানান, ইজতেমা মাঠে এবারে জেলার পাঁচ উপজেলা ও দুই পৌরসভার ১৮ ওয়ার্ডের প্রায় এক লাখ মুসল্লি অংশ নিবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে তাবলিগ জামাতের অনুসারীরা ইজতেমায় অংশ নেবেন।

ইজতেমা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, মুসল্লিদের জন্য স্থাপন করা হয়েছে একশর বেশি শৌচাগার, দুইশ প্রস্রাবখানা, গোসলখানা, অজুখানা। এছাড়া বাঁশ-কাবারি দিয়ে ছামিয়ানা টানিয়ে মূল মাঠের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতে যমুনা ক্লিনিক ও লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপনের সহযোগিতায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প বসানো হয়েছে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, ইজতেমায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রবিউল হাসান/এএইচ/জিকেএস