দেশজুড়ে

কুলাউড়ায় ভাইপোকে কুপিয়ে হত্যা করলো ফুফু

মৌলভীবাজারের কুলাউড়ায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে স্কুল ছাত্র ভাইপো মাছুম মিয়াকে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড ফুফু। এ ঘটনায় বুধবার সকালে পুলিশ ঘাতক ফুফু শেলী বেগমকে (২৫) আটক করেছে।নিহত মাছুম মিয়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবানপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে ও ১ম শ্রেণির ছাত্র।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কুরবানপুর গ্রামের মাসুক মিয়ার ছেলে ১ম শ্রেণির ছাত্র মাছুম মিয়ার সঙ্গে মঙ্গলবার খেলাধুলা করতে গিয়ে তার ফুফুতো ভাইয়ের ঝগড়া বাধে। এর জের ধরে ফুফু শেলী বেগম বটি দিয়ে মাছুমকে কুপিয়ে গুরুতর জখম করে। তার চিৎকারে বাড়ির লোকজন এসে তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। কুলাউড়ার হাসপাতালের চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে সে মারা যায়। পরে বুধবার ঘাতক ফুফু শেলী বেগমকে আটক করে পুলিশ।কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুদ্দোহা পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শেলী বেগমকে আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হবে। এফএ/আরআইপি