দেশজুড়ে

ভৈরবে ৭ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত

ভৈরবে আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। ২৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত এই তিন দিনে ইউনিয়ন ও ওয়ার্ডের দলীয় বর্ধিত সভায় প্রার্থী বাছাই পর্বে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রত্যক্ষ ভোটে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। চূড়ান্তকৃত প্রার্থীরা হলেন, আগানগর ইউনিয়নে মো. মোমতাজ উদ্দিন, সাদেকপুরে আবু বক্কর ছিদ্দিক, কালিকাপ্রসাদে মো. ফারুক মিয়া, শিবপুরে মো. সফিকুল ইসলাম, গজারিয়ায় ফরিদ উদ্দিন খান, শ্রীনগরে সার্জেন্ট মো. তাহের (অব.) এবং শিমুলকান্দিতে জোবায়ের আলম দানিছ। উপজেলা নির্বাচন অফিসার মাহবুব আলম জানান, আগামী ৭ মে ভৈরবে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীদের মনোনয়ন দাখিলের শেষ দিন আগামী ৭ এপ্রিল, মনোনয়ন যাচাই-বাছাই ১০ ও ১১ এপ্রিল এবং প্রত্যাহারের শেষ দিন ১৮ এপ্রিল। জানা গেছে, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা অনুসরণ করে ভৈরবের ৭টি ইউনিয়নে ৭ জন দলীয় প্রার্থী মনোনয়ন ঠিক করা হয়েছে। ভৈরবের প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির ৬৫ জন ডেলিগেট চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করতে ভোট প্রয়োগ করে। ভৈরব উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. সায়দুল­াহ মিয়া জানান, এলাকার সংসদ সদস্য নাজমুল হাসান পাপন এর পরামর্শে আওয়ামী লীগের নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতার মাধ্যমে ভৈরবের ৭টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করা হয়। এ নির্বাচনে তারা দলীয় প্রার্থী হয়ে লড়বে। তিনি বলেন, দলের সিদ্ধান্তের বাইরে কেউ বিদ্রোহী প্রার্থী হলে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। আসাদুজ্জামান ফারুক/এফএ/এবিএস