খেলাধুলা

বাংলাদেশ সফরের আগে বিপদমুক্ত কিউই ক্রিকেটার

নিউজিল্যান্ডের ক্রিকেটার হেনরি নিকোলসের বিপক্ষে বল টেম্পারিংয়ের অভিযোগ আনা হয়েছিলো। প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে গুরুতর এই অভিযোগের মুখোমুখি হওয়ার ফলে বাংলাদেশ সফরই অনিশ্চিত হয়ে পড়েছিলো তার। তবে বাংলাদেশে ২ টেস্টের সিরিজ খেলতে আসার আগেই সে বিপদ কেটে গেছে এই কিউই টপঅর্ডারের।

বল টেম্পারিংয়ের অভিযোগ ওঠার দুইদিন পরই বিপদমুক্ত হয়েছেন নিকোলস। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের প্লানকেট শিল্ডে ক্যান্টারবুরি এবং অকল্যান্ডের মধ্যকার ম্যাচ চলাকালে নিকোলস বল টেম্পারিং করেছেন বলে অভিযোগ আনা হয় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডে।

ওই ম্যাচে ক্যান্টারবুরির হয়ে অকল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছিলেন নিকোলস। একটি টিভি ফুটেজে দেখা গেছে, তিনি হেলমেটের সাথে বল ঘঁষছিলেন। এরপরই তার বিরুদ্ধে এ অভিযোগ আনা হয়।

নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ডের আইন অনুসারে, নিকোলস ৩.১ বিধির ১.১৫ অনুচ্ছেদের লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করা হয়। তার বিরুদ্ধে অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য বোর্ডের কমিশনারের নিকট হস্তান্তর করা হয়। গতকাল শনিবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে ঘটনার কোনো ধরনের সত্যতা পায়নি ক্রিকেট বোর্ড। পরে তাকে অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয়।

বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২৮ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট এবং ৬ ডিসেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট। এই সিরিজে নিউজিল্যান্ড স্কোয়াডে রয়েছেন হেনরি নিকোলস।

আইএইচএস/