দেশজুড়ে

দখল হয়ে যাচ্ছে কপোতাক্ষ নদের জায়গা

দখলবাজরা ইচ্ছে মতো কপোতাক্ষ নদের জায়গা দখল করে যাচ্ছে। কপোতাক্ষের বুকে গড়ে তোলা হচ্ছে কংক্রিটের পিলার ও পাঁকা দেয়াল। কিন্তু প্রশাসন সবকিছু দেখার পরও সেই নিরব ভূমিকাতেই রয়েছে।স্থানীয়রা অভিযোগ করে জানান, মহব্বত হোসেন নামে এক ব্যবসায়ী ঝিনাইদহের কোটচাঁদপুর শহরের ব্রিজঘাট নামক স্থানে নদ এর মধ্যে এই পাঁকা ভবন নির্মাণ শুরু করেছেন।স্থানীয় বাসিন্দা শিমুল হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার বলিদাপাড়া গ্রামের বাসিন্দা মহব্বত হোসেন নামের এক ব্যক্তি ব্রিজঘাট নামক স্থানে সেতুর নিচে প্রায় ৬ শতক জমি দখল করে ভবন নির্মাণ করছেন। এতে নদ এর পানি প্রবাহ বাধাগ্রস্ত হবে।প্রসঙ্গত, মাইকেল মধুসূদন দত্তের সেই ঐতিহাসিক সনেট কবিতার কপোতাক্ষ নদটি ঝিনাইদহের মহেশপুর হয়ে কোটচাঁদপুর শহর অতিক্রম করে যশোরের চৌগাছা হয়ে কেশবপুরে চলে গেছে। এ ব্যাপারে মহব্বত হোসেন জানান, তিনি ওই স্থানের ৮ শতক জমি ক্রয় করেছেন। কার কাছ থেকে ক্রয় করেছেন জানতে চাইলে তিনি এড়িয়ে যান। বিষয়টি নিয়ে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশাফুর রহমান এর সঙ্গে কথা বললে তিনি জানান, বিষয়টি তাদের জানা নেই। তবে তিনি সরেজমিনে গিয়ে ব্যবস্থা নেবেন।এমএএস/এবিএস