দেশজুড়ে

নালিতাবাড়ীতে দুর্যোগ বিষয়ক কর্মশালা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন পরিষদে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নালিতাবাড়ী এডিপি`র আয়োজনে দুর্যোগ প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার কাকরকান্দি ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান (দ্বিতীয় বার) শহীদ উল্লাহ তালুকদার মুকুলের সমন্বয়ে ও সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল ভারত সফরকালে ভূমিকল্পে ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত ভবন পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রির নেতৃত্বে কিভাবে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান পরিচালানা করা হয় সেই অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়া অনুষ্ঠানে বক্তারা দুর্যোগের ঝুর্কি ও ক্ষয়ক্ষতি কমাতে বিভিন্ন ধরণের প্রস্তুতির উপর গুরুত্বারোপ করেন।কর্মশালায় দুর্যোগ প্রস্তুতি বিষয়ে বক্তব্য রাখেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শেরপুর জেলা শাখার দুর্যোগ ব্যবস্থাপনা অফিসার কৌশিক রহমান শাখায়াত, বিনয় রংদী, আলোড়ন সমবায় সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র শিক্ষক প্রাঞ্জল কুমার দ্রং ও হাসমত আলী প্রমুখ।  কর্মশালায় নবনির্বাচিত সদস্যগণ ছাড়াও স্থানীয় গণ্যমান্য নেতৃবর্গ ও শিক্ষকগণ অংশগ্রহণ করেন।আরএস/এআরএস/এবিএস