দেশজুড়ে

বেগমগঞ্জে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মীর মৃত্যু

নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুর ইউনিয়নের চাঁনকাশিমপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় নিপু (১৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে সাড়ে ৫টার সময় স্থানীয় খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটেছে। নিহত নিপু একই গ্রামের শহরম বাড়ির আলমের ছেলে এবং যুবলীগের কর্মী ছিল।বেগমগঞ্জ মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক জালাল আহম্মেদ ঘটনাস্থল থেকে জাগো নিউজকে মুঠোফোনে জানান, নিহত নিপু কিছু দিন আগে বিএনপি থেকে যুবলীগে যোগদান করে। তার এ যোগদানটি স্থানীয় এলাকার বিএনপি ও শিবিরের নেতা-কর্মীরা মেনে নিতে পারেনি। তাদের ধারণা হয়েছিলো নিপু যুবলীগে যোগদার করে তাদের পূর্বেকার বিভিন্ন সময়ের অপকর্মের কথা জানিয়ে দিবে।এরই জের ধরে বুধবার বিকেলে খুরশিদা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বসে নিপু ক্রিকেট খেলা দেখছিলো। এসময় ১০/১২ জনের এক দল বিএনপি ও শিবিরের কর্মী মাঠে এসে তার ওপর আক্রমণ চালায় এবং ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আঘাত করে। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষ অবস্থায় নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, নিপু ঢাকার একটি জুতা দোকানের কর্মচারী হিসেবে কাজ করতো। মিজানুর রহমান/ এমএএস/এবিএস