দেশজুড়ে

নিখোঁজের চারদিন পর কিশোরের মরদেহ উদ্ধার

কক্সবাজারের উখিয়া থেকে নিখোঁজের চারদিন পর টমটম (ইজিবাইক) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ইনানী রয়েল টিউলিপের দক্ষিণ পাশে তার মরদেহ পাওয়া গেছে।

নিহত মো. নুরুল আবছার (১৫) উখিয়ার জালিয়া পালং ইউনিয়নের মাদারবনিয়া গ্রামের ফরিদ আলমের ছেলে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, নুরুল আবছার টমটমচালক। সে গত চারদিন আগে টমটম চালাতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করে। সোমবার তাদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সন্ধ্যার দিকে ইনানী রয়েল টিউলিপের দক্ষিণ পাশের এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।

সায়ীদ আলমগীর/জেডএইচ