দেশজুড়ে

খালিয়াজুরীতে টানা ১০ দিনের অবরোধ

ইউপি নির্বাচনী সহিংসতায যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় খালিয়াজুরী সদরে উপজেলা আওয়ামী লীগের ডাকে ইতোপূর্বে টানা ৭ দিন অবরোধ কর্মসূচি পালন করার পর আবারো ৩ দিনের জন্য কর্মসূচি বর্ধিত করা হয়েছে। ফলে এখানে পূর্বের ন্যায় আগামী তিনদিনও দোকানাটসহ যানবাহন চলাচল বন্ধ থাকবে।   গত ২২ মার্চ অনুষ্ঠিত ইউপি নির্বাচনে খালিয়াজুরী আদাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পুলিশের সঙ্গে সৃষ্ট সংঘর্ষে খালিয়াজুরী সদরের কাউছার মিয়া নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হযে নিহত হয়। গত ২৪ মার্চ নিহত কাউছারের জানাজার পূর্বে উপজেলা আ. লীগের পক্ষ থেকে আ. লীগ সভাপতি গোলাম কিবরিয়া জব্বার কাউছার হত্যাকারীদের দ্রত গ্রেফতারসহ ৭ দফা দাবিতে প্রথমে ৭ দিনের অবরোধ কর্মসূূচির ঘোষণা দেন। এ কর্মসূচি পালনের পর তাদের দাবি আদায় না হওয়ায় বুধবার কাউছারের শোক মিছিল শেষে খালিয়াজুরী উপজেলা পরিষদ চত্বরে আবারো ৩ দিনের অবরোধ কর্মসূচি পালনের আহ্বান করা হয়েছে। কামাল হোসাইন/এমএএস/এবিএস