দেশজুড়ে

শ্বশুরের জমি নিয়ে বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুরের জমি নিয়ে বিরোধের জেরে রমজান আলী (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রজমান ওই গ্রামের সদরুল আলী ব্যাপারীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রজমান আলী তার শ্বশুরের জমি বর্গা চাষ করতেন। এ জমি নিয়ে চাচাতো শ্যালক শফিকুল ইসলামের সঙ্গে মনোমালিন্য চলছিল। সকালে রমজান আলী বসতবাড়ির পাশে একটি আলুর জমি প্রস্তুত করতে যান। এ সময় শফিকুল বাঁধা দিলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শফিকুল একটি গাছের ডাল দিয়ে রমজান আলীকে মারধর করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

শামীম সরকার শাহীন/এনআইবি/এসজে/এএসএম