গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্বশুরের জমি নিয়ে বিরোধের জেরে রমজান আলী (৫৫) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রজমান ওই গ্রামের সদরুল আলী ব্যাপারীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রজমান আলী তার শ্বশুরের জমি বর্গা চাষ করতেন। এ জমি নিয়ে চাচাতো শ্যালক শফিকুল ইসলামের সঙ্গে মনোমালিন্য চলছিল। সকালে রমজান আলী বসতবাড়ির পাশে একটি আলুর জমি প্রস্তুত করতে যান। এ সময় শফিকুল বাঁধা দিলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে শফিকুল একটি গাছের ডাল দিয়ে রমজান আলীকে মারধর করেন। ঘটনাস্থলেই তিনি মারা যান।
গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা জাগো নিউজকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
শামীম সরকার শাহীন/এনআইবি/এসজে/এএসএম