ঝালকাঠির নলছিটিতে সিকান্দার আলী মিয়া (৭৯) নামে এক বীর মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রাষ্ট্রীয় সম্মাননা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। পারিবারিক সূত্র জানায়, সিকান্দার আলী মিয়া সোমবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার বিহঙ্গল গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে মারা যার। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও তিন মেয়ে রেখে যান। উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, পৌর মেয়র বীর মুক্তিযাদ্ধা আ.ওয়াহেদ খান, নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী, বীর মুক্তিযাদ্ধা খন্দকার মুজিবুর রহমান, তাজুল ইসলাম দুলাল চৌধুরী, কুলকাঠি ইউপি চেয়ারম্যান এইচএম আক্তারুজ্জামান বাচ্চুসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তার জানাজায় অংশ নেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, নলছিটি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তছলিম উদ্দিন চৌধুরী, পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ খান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম দুলাল চৌধুরী।
ইউএনও নজরুল ইসলাম বলেন, মুক্তিযুদ্ধের সময় নলছিটি উপজেলা কমান্ডার সিকান্দার আলী মিয়া বার্ধক্যজনিত কারণে মারা গেছেন। তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মাননা জানানো হয়েছে। আমরা তরা মাগফেরাত কামনা করি।
মো. আতিকুর রহমান/এনআইবি/এসজে/এএসএম