দেশজুড়ে

পেট্রলপাম্প ম্যানেজারকে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের বাখুন্ডা নামক স্থানে মেসার্স মিনিবাস ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মইনুর রহমানকে (৩২) গুলি করে দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।বুধবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। মইনুরকে আহতাবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত মইনুর জানান, পাম্পের সারাদিনের বিক্রির টাকা নিয়ে ফরিদপুর শহরের মিনিবাস মালিক সমিতির অফিসে আসার জন্য পাম্পে তেল নিতে আসা অপেক্ষমান খন্দকার ট্রাভেলস এর বাসে ওঠেন তিনি।এসময় দুইটি মোটরসাইকেলে চড়ে ৬ জন ছিনতাইকারী তাদের গাড়ির সামনে দাঁড়ায়। দুই জন গাড়ির ভিতরে উঠে মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ধস্তাধস্তির এক পর্যায়ে তার পায়ে গুলি লাগে। পরে ছিনতাইকারীরা টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ফরিদপুর কোতায়ালী থানার উপপরিদর্শক বিপুল কুমার দে জানিয়েছেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং সন্দেহভাজন ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।এস.এম. তরুন/বিএ