দেশজুড়ে

মাদারীপুরে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ৮

মাদারীপুরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৮ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায় নি।সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটমাঝি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কুন্তিপাড়া সরকারি বিদ্যালয়ের ভোটকেন্দ্রে ভোটাররা লাইনে দাঁড়াচ্ছিলেন। এ নিয়ে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী বাবুল আক্তার ও স্বতন্ত্র প্রার্থী খলিলুর রহমান দর্জীর সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় গ্রুপের ৮ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি ইউনিয়নগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। উল্লেখ্য, ১৫টি ভোটকেন্দ্রে ৫শ পুলিশ, ১২০ জন বিজিবি, ৯০ জন র‌্যাব সদস্য, ১ হাজার আনসারসহ প্রতিটি ইউনিয়নে ১টি করে ভ্রাম্যমাণ আদালতসহ ১টি করে স্টাইর্কিং ফোর্স নিয়োগ দেয়া হয়েছে। মাদারীপুর সদরের ১৫টি ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের ২ জন প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ার পথে। বাকি ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী রয়েছেন। আর মেম্বার পদে ৪৯৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ১৩৪টি ভোটকেন্দ্রে ২ লাখ ৭ হাজার ৯৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।নাসিরুল হক/এসএস/এমএস