ঝালকাঠিতে একটি লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনায় লেগুনাটি পুরো পুড়ে যায়। বুধবার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শহরের কলেজ রোড এলাকার সমাজসেবা অফিসের সামনে এ ঘটনা ঘটে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার জানান, সমাজসেবা কার্যালয়ের সামনের সড়কে লেগুনাটি পার্কিং করা ছিল। রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা লেগুনাটিতে আগুন ধরিয়ে পালিয়ে যান। খবর পেয়ে ঝালকাঠি ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আগুন নেভানো হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে লেগুনা গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ ঘটনায় তদন্ত চলছে।
আতিকুর রহমান/আরএইচ/এএসএম