ঝালকাঠিতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৯টার দিকে শহরের পোস্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে। এসময় উভয়পক্ষের কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে জেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হরতাল-অবরোধ বিরোধী মহড়া দেয়। একপর্যায়ে পোস্ট অফিসের সামনে গেলে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির ও যুবলীগ নেতা সৈয়দ মিলন সমর্থকদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। এতে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সৈয়দ হাদিসুর রহমান, কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম অপু, হারুন হাওলাদার ওরফে টাইগার হারুন, সাগর ও মামুনুর রশিদ মামুন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: বরিশালে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৭ আহত মামুনুর রশিদ জানান, আমরা হরতাল-অবরোধ বিরোধী মহড়া শেষে পোস্ট অফিসের সামনে হোটেলে নাস্তা করছিলাম। হোটেল থেকে সঙ্গে সঙ্গে মুখোশধারী কয়েকজন হামলা চালায়। তবে তাদের আমি চিনতে পেরেছি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তরিকুল ইসলাম অপু জানান, মিছিল নিয়ে পোস্ট অফিসের সামনে গেলেই আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। আমাদের কুপিয়ে ও পিটিয়ে জখম করে। আমরা এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন সরকার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মো. আতিকুর রহমান/আরএইচ/এএসএম