টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান জসীম নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি এ ঘোষণা দেন। তিনি নির্বাচনী কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়ে আ.লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে জোরপূর্বক ব্যালট পেপারে সিল মারার অভিযোগ করেন। এ সময় তিনি অভিযোগ করেন, মির্জাপুর ইউনিয়নের ৭টি কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা তার এজেন্টদের বের করে দিয়ে জোর পূর্বক ভোট দিচ্ছে। প্রশাসনের সামনে এমন ঘটনা ঘটলেও পুলিশ নির্বাক রয়েছে। জোরপূর্বকভাবে ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগও করেন তিনি। এমন অনিয়মেন জন্যই তিনি ভোট বর্জন করেছেন বলেও তিনি জানান। এ ব্যাপারে মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আব্দুল লতিফ এমন অনিয়মের কথা স্বীকার করে বলেন, ভোটের ফলাফল ঘোষণার আগেই সকল পুলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়া হয়েছে। তাদেরও স্বাক্ষর নেওয়া হয়েছে। কিন্তু পরে তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি।এফএ/এমএস