দেশজুড়ে

ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় কাজ করছে পায়রা বন্দরের ৫ ইউনিট

ঘুর্ণিঝড় মিধিলির সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় পাঁচটি দুর্যোগ ব্যবস্থাপনা টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান।

তিনি জানান, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড় মিধিলি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্যে ক্ষয়ক্ষতি এড়ানো ও পূর্ব প্রস্তুতি গ্রহণ কমিটি, কন্ট্রোল রুম পরিচালনা কমিটি, ইমারজেন্সি রেসপন্স টিম এবং মেডিকেল টিম সার্বিক দায়িত্ব পালন করবে।

এছাড়াও বন্দরে অবস্থানরত সব জাহাজসমূহকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দরের নিজস্ব জলযান, মালামাল ও ইকুইপমেন্টসমূহকে সর্বোচ্চ নিরাপদ অবস্থানে রাখা হয়েছে। বন্দরের সব প্রকার অপারেশনাল কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

আবহাওয়া অফিসের দেওয়া তথ্য মতে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘মিধিলি’ উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

ঘূর্ণিঝড়টির অগ্রভাগ আজ দুপুরে খেপুপাড়ার নিকট দিয়ে মোংলা-পায়রা উপকূল অতিক্রম শুরু করেছে এবং আরস উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে আজ সন্ধ্যা নাগাদ অতিক্রম সম্পন্ন করতে পারে বলে জানান তারা।

আসাদুজ্জামান মিরাজ/এমআইএইচএস/এমএস