দেশজুড়ে

২১ ঘণ্টা পর চাঁদপুর থেকে সবধরনের লঞ্চ চলাচল শুরু

ঘুর্ণিঝড় মিধিলি’র প্রভাব স্বাভাবিক হওয়ায় ২১ ঘণ্টা পর চাঁদপুর থেকে সবধরনের লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে বেশকয়েকটি লঞ্চ।

এর আগে বিধিলির কারণে শুক্রবার সকালে চাঁদপুর থেকে সবধরনের নৌযান চলাচল বন্ধ করে বিআইডব্লিউটিএ।

আরও পড়ুন: চাঁদপুরে সবধরনের লঞ্চ চলাচল বন্ধ

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মো. শাহাদাত হোসেন জানান, প্রতিকূল আবহাওয়া অনুকূলে আসায় এবং নদী বন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত না থাকায় সকাল থেকে সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। প্রায় ২১ ঘণ্টা পর চাঁদপুর-ঢাকা এবং চাঁদপুর-নারায়ণগঞ্জসহ সব নৌপথে পুনরায় নৌযান চলাচল শুরু হয়েছে।

শরীফুল ইসলাম/আরএইচ/এমএস