কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে বিভিন্ন ওষুধ কোম্পানির ৩২ জন প্রতিনিধিকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে তাদের আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করে ছেড়ে দেওয়া হয়। সকালে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায় হাসপাতালে। এ সময় জরুরি বিভাগ, চিকিৎসকদের কক্ষসহ হাসপাতাল ক্যাম্পাসের বিভিন্নস্থান থেকে তাদের আটক করা হয়। পরে তাদের জেলা প্রশাসকের কার্যালয়ের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা ও মুচলেকা আদায় করে ছেড়ে দেওয়া হয়।হাসপাতালে রোগী দেখার সময় ডাক্তার ভিজিটের নামে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের ওৎপাত বন্ধ করার লক্ষ্যে এ অভিযান চালানো হয়েছে বলে জানা গেছে।