দেশজুড়ে

বাজিতপুরে একটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত

দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরে শান্তিপূর্ণভাবে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। দুপুরে বাজিতপুর উপজেলার কৈলাগ ইউনিয়নের কৈলাগ ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাই করে একদল দুর্বৃত্ত। এর পরিপ্রেক্ষিতে ওই কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছে নির্বাচন কমিশন।সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার শাফিউদ্দিন জানান, দুপুর সোয়া ১টার দিকে একদল দুর্বৃত্ত ভোট কেন্দ্রে ঢুকে ৩শ ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনার পর পরই কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়। ওই কেন্দ্রে ৭৬৮ জন ভোটার রয়েছেন। এছাড়া মাইজচর ইউনিয়নের পারকচুয়া কেন্দ্রের বাইরে নৌকা ও ধানের শীষ প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কয়েকজন আহত হয়।উল্লেখ্য, দ্বিতীয় পর্বে কিশোরগঞ্জের কটিয়াদী ও বাজিতপুরের ২০টি ইউনিয়নে ভোট হচ্ছে। ১৮৩টি ভোটকেন্দ্রের ৯০৭টি কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচনী এলাকার এসব কেন্দ্রে ভোট দিবেন ৩ লাখ ৪৮ হাজার ৮৭৪ জন ভোটার।দ্বিতীয় পর্বে ২০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮৫ জন, সংরক্ষিত ও সাধারণ আসনে সদস্য পদে ৯২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এফএ/এবিএস