দেশজুড়ে

সিলেটে জাল ভোট দিতে গিয়ে আটক ২

সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দরিগাঁও ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে জাল ভোট দিয়ে গিয়ে দুইজন আটক হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ বলে জানা গেছে। বৃহস্পতিবার বেলা ২টার দিকে নন্দরিগাঁও ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আটক দু`জনের নাম পরিচয় পাওয়া যায়নি।এদিকে বৃহস্পতিবার সকাল আটটা থেকে দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সিলেট বিভাগের ছয় উপজেলার ৪৬টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সিলেট বিভাগে যেসব ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সেগুলো হলো, সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, আলীর গাঁও, ফতেপুর, নন্দরিগাঁও, তোয়াকুল। কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রনিখাই।সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছাতক, চরমহল্লা, ইসলামপুর, কলারোকা, নোয়ারই, খুরমা (উত্তর), ভাত গাঁও, দোলার বাজার, খুরমা (দক্ষিণ), জাউয়াবাজার, সৈদেরগাঁও, ছৈলা আফজালাবাদ, সিংচাপইড়।মৌলভীবাজার জেলার বড়লেখ উপজেলার বড়লেখা, বার্ণি, দক্ষিণ শাহবাজপুর, দক্ষিণভাগ (দক্ষিণ), দাসের বাজার, নিজ বাহাদুরপুর, সুজা নগর, দক্ষিণভাগ (উত্তর), উত্তর শাহবাজপুর, তালিমপুর। একই জেলার জুড়ি উপজেলার গোয়ালবাড়ী, সাগরনাল, পূর্বজুড়ী, জাফরননগর, পশ্চিমজুড়ী।হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার আজমিরীগঞ্জ, বাদলপুর, জলসুখা, কাকাইলছিও, শিবপাশা।ছামির মাহমুদ/এফএ/এমএস