ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল বাসস্ট্যান্ডে সুগন্ধা পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মহিপাল মহাসড়ক লাগোয়া বাস টার্মিনালের সামনে দাঁড়ানো ছিল বাসটি। হঠাৎ দুর্বৃত্তরা এসে বাসে আগুন দিয়ে চলে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে বাসের বেশিরভাগই পুড়ে যায়।
বাসের মালিক ফেনী জেলা বাস মালিক সমিতির লাইন সেক্রেটারি ইলিয়াছ মিন্টু জানান, হরতাল-অবরোধে বাস চলাচল বন্ধ রাখা হয়। চালক-হেলপাররা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মহিপাল ফ্লাইওভারের পাশে বাসটি পার্কিং করে রাখেন। রাতে কে বা কারা বাসে আগুন ধরিয়ে দেয়।
বাসটির লাইনম্যান আমির হোসেন বলেন, মুহূর্তেই সব পুড়ে ছাই হয়ে যায়। তবে কারা আগুন দিয়েছে জানা যায়নি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী জানান, তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/জেআইএম