দেশজুড়ে

লালপুরে ৪ বিএনপি প্রার্থীর ভোট বর্জন

নাটোরের লালপুরে ভোটে কারচুপি, প্রার্থীদের নিরাপদে চলাচল করতে না দেওয়া এবং বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের পোলিং এজেন্টদের কেন্দ্রে আসতে না দেওয়ায় ৪টি ইউনিয়নে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। বৃহস্পতিবার বেলা ৩টায় লালপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ পাপ্পু এই ভোট বর্জনের ঘোষণা দেন। এসময় সংবাদ সম্মেলনে বিএনপি মনোনীত লালপুরের ইউপি চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম নুরু এবং ২নং ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী আব্দুল আজিজ রঞ্জু উপস্থিত ছিলেন। বিএনপি মনোনীত ভোট বর্জনকৃত ৪টি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা হলেন দুরদুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারমান প্রার্থী তাহমিদুর রহমান, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী বেলাল হোসেন, লালপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল ইসলাম নুরু এবং ২নং ঈশ্বরদী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজ রঞ্জু। এদের মধ্যে বেলাল হোসেন ও তাহমিদুর রহমান সংবাদ সম্মেলনে উপস্থিত না থকলেও তারা মোবাইল ফোনে সাংবাদিকদের ভোট বর্জনের বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, নাটোরের লালপুরের ১০টি ইউনিয়নে এবং বাগাতিপাড়া উপজেলার একটি ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ হয়। বেলা দুইটা নাগাদ ইউপি সদস্য পদপ্রার্থী ইউসুফ আলী সমর্থকদের সঙ্গে হান্নান আলী সমর্থকদের তর্কাতর্কি থেকে সংঘর্ষ বেধে যায় । এঘটনায় জুয়েল নামে এক ব্যক্তি আহত হন। পুলিশি হস্তক্ষেপে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অপরদিকে দুপুরে কদিম চিলান ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আজিজের প্রাইভেট কার ভবানীপুর ভোট কেন্দ্রের কাছে পৌঁছলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিম রেজার সমর্থকরা হামলা চালিয়ে প্রাইভেট কারটি ভাঙচুর করে । অপরদিকে আড়বাব ইউনিয়নে রঘুনাথপুর গ্রামে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় একই পরিবারের ৪ জন আহত হয়েছেন। প্রত্যক্ষ দর্শিরা জানায়, রঘুনাথপুর গ্রামের মৃত সাজেদুর রহমানের ৪ ছেলে বিপ্লব (৪৫), রেন্টু (৪৭), মিতা (৪০) ও জহুরুল ইসলাম (৫০) আড়বাব সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হলে আওয়ামী লীগ সমর্থকরা তাদের ওপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের হামলায় ৪ সহোদরই আহত হন। এদের মধ্যে গুরুতর আহত বিপ্লবকে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। অপরদিকে ঈশ্বরদী ইউনিয়নে গৌরীপুর কেন্দ্রে জালাল উদ্দিন নামে একজন বিএনপি সমর্থককে আওয়ামী লীগ সমর্থরা মারধর করে। এ বিষয়ে লালপুর থানা পুলিশের ওসি আব্দুল হাই বলেন, শান্তিপূর্ণভাবে লালপুরে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আইনশৃংখলায় বিঘ্ন ঘটানোর চেষ্টাকালে পুলিশ ৫ জনকে আটক করেছে।   প্রসঙ্গত, লালপুরে দুই ইউপি সদস্যদের মধ্যে সংঘর্ষে একজন ও আওয়ামী লীগ কর্মীদের হামলায় ৪ জন বিএনপি সমর্থক আহত হওয়া ছাড়া শান্তিপূর্ণভাবে ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ শেষ হয়েছে। অপরদিকে বাগাতিপাড়া উপজেলার একটি ইউনিয়নে নির্বাচনে কোনো অপ্রিতীকর ঘটনার খবর পাওয়া যায়নি। এবার নির্বাচনে ১১ টি ইউনিয়নে মোট ৪৬ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ৯৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়।রেজাউল করিম রেজা/এফএ/আরআইপি