দেশজুড়ে

মাদারীপুরে সহিংসতায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত অর্ধশতাধিক

মাদারীপুরে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, ব্যালট ছিনতাই, বাক্স ভাঙচুর, গোলাগুলি, বোমাবাজি, ভোট বর্জনের মধ্য দিয়ে দ্বিতীয় দফা ইউনিয়ন পরিষদ নির্বাচন শেষ হয়েছে। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোটকেন্দ্র ও কেন্দ্রের বাইরে সংঘর্ষ-হামলায় চেয়ারম্যান প্রার্থীসহ আহত হয়েছেন অর্ধশতাধিক ব্যক্তি। পাঁচখোলা ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আ. রশীদ গৌড়াকে জাফরাবাদ নামক স্থানে দুর্বত্তরা কুপিয়ে আহত করেছে। তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়ার অভিযোগে বিএনপির চেয়ারম্যান প্রার্থী রোমান সরদার সকাল সাড়ে ১০টায় ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়া ঘটমাঝি ইউনিয়নের ৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন সংশ্লিষ্টদের ক্লোজ করে নিয়ে গেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় ভোটার শূণ্য হয়ে পড়ে বিভিন্ন কেন্দ্রগুলো।সরেজমিন ঘুরে, আহত, পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১০টার মধ্যে  মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের কুন্তিপাড়া, করদী ও ছয়না কেন্দ্রে সরকার দলীয় ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় কেন্দ্র দখল করে ব্যালটবাক্স ভাঙচুর ও ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৯ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। ঘটনাস্থল থেকে পুলিশ ৬ জনকে আটক করেছে। এছাড়া কুন্তিপাড়া, করদী ও ছয়না (৬, ৭ ও ৯ নং ওয়ার্ড) কেন্দ্রে ব্যালটবাক্স ছিনতাই ও পূনরায় সংঘর্ষের আশঙ্কায় ওই ৩ কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন সংশ্লিষ্টদের ক্লোজ করে নিয়ে গেছে কর্তৃপক্ষ।এদিকে মস্তফাপুর ইউনিয়নের তাঁতীবাড়ি কেন্দ্রে ব্যাপক বোমাবাজির ঘটনায় ১০ জন আহত হয়। অবস্থা গুরুতর হওয়ায় দু‘জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া মস্তফাপুর ইউনিয়নের নওহাটা কেন্দ্রে সংঘর্ষে আহত হয় ৫ জন।এছাড়াও জাফরাবাদ, পাঁচখোলা, খোয়াজপুরসহ বিভিন্ন ইউনিয়নে সংর্ঘষ ও হামলায় অর্ধশত লোক আহত হয়েছে বলে জানা গেছে।মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত ডা. মাহমুদ হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় বিকেলে পর্যন্ত ১৬ জনকে ভর্তি করা হয়েছে। রোগী আসা অব্যাহত আছে। তাদের চিকিৎসা দিতে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে। মাদারীপুর পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ঘটমাঝি ইউনিয়নের ৩টি ভোট কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। অন্যান্য ইউনিয়নের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।নাসিরুল হক/এফএ/এবিএস