দেশজুড়ে

নওগাঁয় আদিবাসী যুবক খুন

নওগাঁর মহাদেবপুরে ছুরিকাঘাতে দিপু উঁরাও (২৬) নামে এক যুবক খুন হয়েছেন। বুধবার রাতে উপজেলার সফাপুর ইউনিয়নের বিনোদপুর গ্রামে এ ঘটনার পর বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।নিহত দিপু বিনোদপুর গ্রামের রবি উঁরাওয়ের ছেলে। এ ঘটনায় দিপু উঁরাওয়ের ভাই খগেন উঁরাও একই গ্রামের সামছুর রহমানের (২৫) বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা করেছেন। স্থানীয় বাসিন্দা ও মামলার এজহার সূত্রে জানা যায়, বুধবার রাত ১০টার দিকে বিনোদপুর গ্রামের মৃত জয়েন উদ্দীনের ছেলে সামছুর রহমান দিপু উঁরাওয়ের বাড়িতে ঢুকে তার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় দিপু উঁরাও বাড়ির বাইরে ছিলেন। স্ত্রীর চিৎকার শুনে বাড়িতে এসে সামছুর রহমানকে আটকানোর চেষ্টা করলে সামছুর দিপুর পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় দিপু মারা যান। বৃহস্পতিবার এ ঘটনায় নিহত দিপুর ভাই খগেন উঁরাও সামছুরকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।খগেন উঁরাও জানান, এর আগেও সামছুর রহমান দিপুর স্ত্রীকে উত্ত্যক্ত করার চেষ্টা করেছিল। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিসের মাধ্যমে সামছুরকে সতর্ক করে দেওয়া হয়েছিল। মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা চৌধুরী জানান, দিপুর স্ত্রীর সঙ্গে সামছুরের অবৈধ সম্পর্ক ছিল। বুধবার রাতে তার স্ত্রীর ঘরে ঢুকলে দিপু তাদেরকে হাতেনাতে ধরে ফেলেন। এসময় সামছুরকে ধরার চেষ্টা করলে দিপুকে ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান। তিনি বলেন, আসমিকে ধরার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।আব্বাস আলী/এফএ/পিআর