মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতায় নমেছা বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী ও তিন সন্তান। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাঘুটিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মেম্বার পদে নির্বাচিত হয়েছেন তোতা প্রধান। পরাজিত হন শিপন শেখ। ফলাফল ঘোষণার পর বিজয় মিছিল নিয়ে যাওয়ার সময় শিপনের সমর্থক ইমান আলীর বাড়িতে হামলা চালায় তোতার সমর্থকরা। এসময় লাঠির ও ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই ইমান আলীর স্ত্রী নমেছা বেগম নিহত হন। আহত ইমান আলী ও তার তিন ছেলে মেয়েকে শিবালয় উপজেলা স্বাস্থা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।খোরশেদ/এমএএস/পিআর