দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে আ.লীগের জয়জয়কার

ঠাকুরগাঁওয়ের রাণীংশকৈল ও হরিপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্যে ৭টি আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হয়েছেন। এছাড়া ৩টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন। একটিতে এখনো ফলাফল পাওয়া যায়নি। এসব ইউনিয়নে  বিএনপির ভরাডুবি হয়েছে।দ্বিতীয় ধাপের নির্বাচনে বৃহস্পতিবার জেলার রাণীংশকৈল উপজেলার ৫ ও হরিপুরের ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৯ মার্চ বিভিন্ন কারণে রাণীংশকৈল উপজেলার বাচোর, হোসেনগাঁও ও নন্দুয়ার ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।ভোট গণনা শেষে জানা যায়, রাণীংশকৈল উপজেলার ৫টির মধ্যে আওয়ামী লীগ ৩টি ও স্বতন্ত্র ২ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বিজয়ী আওয়ামী লীগের তিন প্রার্থী হলেন, ১নং ধর্মগড় ইউনিয়নে সফিকুল ইসলাম মুকুল,  ৪নং লেহেম্বা ইউনিয়নে আবুল কামাল আজাদ, ও ৬ নং কাশিপুর ইউনিয়নে আব্দুর রউফ। এছাড়া ২নং নেকমরদ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এনামুল হক ও ৭নং রাতোরে আব্দুর রহিম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপর দিকে, হরিপুরের ৬টি ইউনিয়নের মধ্যে ৪টিতে আওয়ামী লীগের প্রাথী বিজয়ী হয়েছেন। ১টিতে স্বতন্ত্র। আর একটিতে এই রিপোর্ট লেখা পর্যন্ত ফলাফল পাওয়া যায়নি।বিজয়ী আওয়ামী লীগের ৪ প্রার্থী হলেন, ১নং গেদুরা আব্দুল হামিদ, ২নং আমগাঁও শামসুল হুদা তালুকদার, ৪নং ডাঙ্গীপাড়া মনিরুজ্জামান মনি, ৬নং ভাতুড়িয়া শাহজাহান আলী। ৫নং হরিপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।উল্লেখ্য, হরিপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের ভোট কেন্দ্র ৫৪টি। মোট ভোটার সংখ্যা ৯৭ হাজার ৪০১ জন। এখানে চেয়ারম্যান পদে ২৭ জন, কাউন্সিলর পদে ২৩১ জন ও মহিলা সংরক্ষিত ৬৯ জন নির্বাচনে অংশ নেন। রাণীংশকৈল উপজেলার ৫টি ইউনিয়নে ৪৫টি ভোট কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৮৪ হাজার ৪৪৫ জন। এখানে চেয়ারম্যান পদে ১৮ জন, কাউন্সিলর পদে ১৪৮ জন ও মহিলা সংরক্ষিত আসনে ৬১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।রবিউল এহ্সান রিপন/এমএএস/আরআইপি