নাটোরের লালপুরে নার্স হত্যায় জাহিদ হাসান সাদ্দাম (২৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৪ নভেম্বর) দিনগত রাতে পাশের বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।
জাহিদ হাসান সাদ্দাম ওই উপজেলার কামারদহ গ্রামের সোহরাব হোসেনের ছেলে। অপরদিকে নিহত ওই নার্সের নাম মাহমুদা শারমিন বিথি (৩২)। তিনি গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, জাহিদ হাসান সাদ্দামের সঙ্গে বিথির প্রেমের সম্পর্ক ছিল। বিয়ের জন্য চাপ দিলে ২৩ নভেম্বর সন্ধ্যায় বিথিকে কৌশলে ডেকে নেন সাদ্দাম। কৌশলে তাকে সড়কের পাশের আম বাগানে নিয়ে ছুরিকাঘাতে ও গলাকেটে হত্যা করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাদ্দাম হত্যার দায় স্বীকার করেছেন। তার স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: নাটোরে আম বাগানে মিললো নার্সের গলাকাটা মরদেহ
এর আগে শুক্রবার সকালে লালপুরের তোফাকাটা মোড় এলাকার একটি আমবাগানে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে বিথির বাবা মরদেহ শনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে লালপুর থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের অভিযুক্ত করে হত্যা মামলা করেন।
রেজাউল করিম রেজা/এনআইবি/এমএস