নাটোরের লালপুর সদর ইউনিয়নের বাকনাই কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী ইউসুফ আলী ও আব্দুল হান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষে এমরান হোসেন বিপ্লব (৩৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। নিহত বিপ্লব উপজেলার রঘুনাথপুর গ্রামের সাজেদুর রহমানের ছেলে।বৃহস্পতিবার ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম জানান, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে বিপ্লব নামে একজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহীর সিডিএম হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তিনি মারা যান। সিডিএম হাসপাতালের পরিচালক কোয়েল চৌধুরী বিপ্লবের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। লালপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই তালুকদার জানান, তিনিও মৃত্যুর খবর শুনেছেন। তবে এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।রেজাউল করিম রেজা/এমএএস/আরআইপি