দেশজুড়ে

সিলেট মুক্ত দিবস আজ

আজ ১৫ ডিসেম্বর। সিলেট মুক্ত দিবস। এদিন মুক্তির স্বাদ গ্রহণ করেছিল সিলেটের মুক্তিকামী মানুষ। ‘জয় বাংলা’ ‘জয় বাংলা’ স্লোগানে সেদিন মুখর ছিল সিলেট নামের এই শহর, অলিগলি। ধর্ম বর্ণ নির্বিশেষে সকল বয়েসী মানুষ ছিল আনন্দে উদ্বেল। সব স্লোগান, সব কন্ঠস্বর একই স্রোতে মিশে গিয়েছিল সেদিন।স্বাধীনতার লক্ষ্যে সারা দেশের মত সিলেটও ছিল ঐক্যবদ্ধ, অবিচল। পাকিস্তানী দোসররা বাঙালি জাতির ওপর বর্বর শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তেই রুখে দাঁড়িয়েছিল সিলেটের মানুষ। একটি স্ফুলিঙ্গের মত জ্বলে উঠেছিল মুক্তিকামী মানুষ। দৃশ্যপটের এই শহরে সেদিন বইছিল ভিন্ন বাস্তবতা। চারদিকে, জ্বলছিল আগুনের লেলিহান শিখা। বোমার আঘাতে ক্ষত-বিক্ষত হয়েছিল আলী আমজাদের ঘড়ি। ক্বীণব্রিজ হয়েছিল দ্বিখন্ডিত। ধ্বংসস্তুপে পরিণত হয়েছিল বিভিন্ন নির্মাণ, আবাস ভূমি।