রাজনীতি

ঢাকায় নৌকার টিকিট পেলেন যারা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঢাকায় নৌকার টিকিট পেলেন যারা-

টাঙ্গাইল-১ মো. আব্দুর রাজ্জাকটাঙ্গাইল-২ ছোট মনিরটাঙ্গাইল-৩ মো. কামরুল হাসান খানটাঙ্গাইল-৪ মোঃ মোজহারুল ইসলাম তালুকদারটাঙ্গাইল-৫ মো. মামুন-অর-রশিদটাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম (টিটু)টাঙ্গাইল-৭ খান আহমেদ শুভটাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয়জামালপুর-১ নূর মোহাম্মদজামালপুর-২ মো. ফরিদুল হক খানজামালপুর-৩ মির্জা আজমজামালপুর-৪ মো. মাহবুবুর রহমানজামালপুর-৫ মো. আবুল কালাম আজাদশেরপুর-১ মোঃ আতিউর রহমান আতিকশেরপুর-২ মতিয়া চৌধুরীশেরপুর-৩ এ ডি এম শহিদুল ইসলামময়মনসিংহ-১ জুয়েল আরেংময়মনসিংহ-২ শরীফ আহমেদময়মনসিংহ-৩ নিলুফার আনজুমময়মনসিংহ-৪ মোহাম্মদ মোহিত উর রহমানময়মনসিংহ-৫ মো. আব্দুল হাই আকন্দময়মনসিংহ-৬ মো. মোসলেম উদ্দিনময়মনসিংহ-৭ মো. হাফেজ রুহুল আমীন মাদানীময়মনসিংহ-৮ মো. আব্দুছ ছাত্তারময়মনসিংহ-৯ আব্দুস সালামময়মনসিংহ-১০ ফাহমী গোলন্দাজ (বাবেল)ময়মনসিংহ-১১ কাজিম উদ্দিন আহম্মেদনেত্রকোনা-১ মোশতাক আহমেদ রুহীনেত্রকোনা-২ মো. আশরাফ আলী খান খসরুনেত্রকোনা-৩ অসীম কুমার উকিলনেত্রকোনা-৪ সাজ্জাদুল হাসাননেত্রকোনা-৫ আহমদ হোসেনকিশোরগঞ্জ-১ সৈয়দা জাকিয়া নূরকিশোরগঞ্জ-২ আবদুল কাহার আকন্দকিশোরগঞ্জ-৩ মো. নাসিরুল ইসলাম খানকিশোরগঞ্জ-৪ রেজওয়ান আহাম্মদ তৌফিককিশোরগঞ্জ-৫ মো. আফজাল হোসেনকিশোরগঞ্জ-৬ নাজমুল হাসানমানিকগঞ্জ-১ মো. আব্দুস সালামমানিকগঞ্জ-২ মমতাজ বেগমমানিকগঞ্জ-৩ জাহিদ মালেকমুন্সীগঞ্জ-১ মহিউদ্দিন আহমেদমুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিনমুন্সীগঞ্জ-৩ মৃণাল কান্তি দাসঢাকা-১ সালমান ফজলুর রহমানঢাকা-২ মো. কামরুল ইসলামঢাকা-৩ নসরুল হামিদঢাকা-৪ সানজিদা খানমঢাকা-৫ হারুনর রশীদ মুন্নাঢাকা-৬ মোহাম্মদ সাইদ খোকনঢাকা-৭ মোহাম্মদ সোলায়মান সেলিমঢাকা-৮ আ ফ ম বাহাউদ্দিন নাছিমঢাকা-৯ সাবের হোসেন চৌধুরীঢাকা-১০ ফেরদৌস আহমেদঢাকা-১১ মোহাম্মদ ওয়াকিল উদ্দিনঢাকা-১২ আসাদুজ্জামান খানঢাকা-১৩ জাহাঙ্গীর কবির নানকঢাকা-১৪ মো. মাইনুল হোসেন খানঢাকা-১৫ কামাল আহমেদ মজুমদারঢাকা-১৬ মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহঢাকা-১৭ মোহাম্মদ আলী আরাফাতঢাকা-১৮ মোহাম্মদ হাবিব হাসানঢাকা-১৯ ডা. মো. এনামুর রহমানঢাকা-২০ বেনজীর আহমদগাজীপুর-১ আ ক ম মোজাম্মেল হকগাজীপুর-২ মো. জাহিদ আহসান রাসেলগাজীপুর-৩ রুমানা আলীগাজীপুর-৪ সিমিন হোসেন (রিমি)গাজীপুর-৫ মেহের আফরোজনরসিংদী-১ মোহাম্মদ নজরুল ইসলামনরসিংদী-২ আনোয়ারুল আশরাফ খাননরসিংদী-৩ ফজলে রাব্বি খাননরসিংদী-৪ নূরুল মজিদ মাহমুদ হুমায়ূননরসিংদী-৫ রাজি উদ্দিন আহমেদনারায়ণগঞ্জ-১ গোলাম দস্তগীর গাজীনারায়ণগঞ্জ-২ মো. নজরুল ইসলাম বাবুনারায়ণগঞ্জ-৩ আব্দুল্লাহ-আল-কায়সারনারায়ণগঞ্জ-৪ শামীম ওসমাননারায়ণগঞ্জ-৫ নাম ঘোষণা হয়নিরাজবাড়ী-১ কাজী কেরামত আলীরাজবাড়ী-২ মো. জিল্লুল হাকিমফরিদপুর-১ মো. আব্দুর রহমানফরিদপুর-২ শাহদাব আকবরফরিদপুর-৩ শামীম হকফরিদপুর-৪ কাজী জাফর উল্যাহগোপালগঞ্জ-১ মুহাম্মদ ফারুক খানগোপালগঞ্জ-২ শেখ ফজলুল করিম সেলিমগোপালগঞ্জ-৩ শেখ হাসিনামাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরীমাদারীপুর-২ শাজাহান খানমাদারীপুর-৩ মো. আবদুস সোবহান মিয়াশরীয়তপুর-১ মো. ইকবাল হোসেনশরীয়তপুর-২ এ কে এম এনামুল হক শামীমশরীয়তপুর-৩ নাহিম রাজ্জাক

এসইউজে/জেএইচ/জিকেএস