আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেল ৪টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নৌকার প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ঘোষিত তালিকায় অনুযায়ী, রাজশাহী বিভাগের ৩৯টি আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন:
জয়পুরহাট-১ সামছুল আলম দুদুজয়পুরহাট-২ আবু সাঈদ আল মাহমুদ স্বপনবগুড়া-১ সাহাদারা মান্নানবগুড়া-২ তৌহিদুর রহমান মানিকবগুড়া-৩ সিরাজুল ইসলাম খান রাজুবগুড়া-৪ হেলাল উদ্দিনবগুড়া-৫ মজিবুর রহমান মজনুবগুড়া-৬ তানভিরুল রিংকুবগুড়া-৭ মোস্তফা আলীচাঁপাইনবাবগঞ্জ-১ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুলচাঁপাইনবাবগঞ্জ-২ মু. জিয়াউর রহমানচাঁপাইনবাবগঞ্জ-৩ মো. আব্দুল ওদুদনওগাঁ-১ সাধন চন্দ্র মজুমদারনওগাঁ-২ মো. শহীদুজ্জামান সরকারনওগাঁ-৩ মো. সুরেন্দ্র নাথ চক্রবর্তীনওগাঁ-৪ নাহিদ মোর্শেদনওগাঁ-৫ মো. নিজাম উদ্দিন জলিল (জন)নওগাঁ-৬ মো. আনোয়ার হোসেন (হেলাল)রাজশাহী-১ ওমর ফারুক চৌধুরীরাজশাহী-২ মোহাম্মদ আলীরাজশাহী-৩ হাসানুজ্জামানরাজশাহী-৪ আবুল কালাম আজাদরাজশাহী-৫ আব্দুল ওয়াদুদরাজশাহী-৬ মো. শাহরিয়ার আলমনাটোর-১ মো. শহিদুল ইসলাম (বকুল)নাটোর-২ শফিকুল ইসলাম শিমুলনাটোর-৩ জুনাইদ আহমেদ পলকনাটোর-৪ মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারীসিরাজগঞ্জ-১ তানভীর শাকিল জয়সিরাজগঞ্জ-২ জান্নাত আরা হেনরিসিরাজগঞ্জ-৩ মো. আব্দুল আজিজসিরাজগঞ্জ-৪ শফিকুল ইসলামসিরাজগঞ্জ-৫ আব্দুল মমিন মন্ডলসিরাজগঞ্জ-৬ চয়ন ইসলামপাবনা-১ মো. শামসুল হক টুকুপাবনা-২ আহমেদ ফিরোজ কবিরপাবনা-৩ মো. মকবুল হোসেনপাবনা-৪ গালিবুর রহমান শরীফপাবনা-৫ গোলাম ফারুক খন্দ. প্রিন্স
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৯৮ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। কুষ্টিয়া-২ ও নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেনি দলটি।
এসইউজে/এমএইচআর/জিকেএস