দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের তালিকায় নোয়াখালীর ছয়টি আসনের মধ্যে হাতিয়ায় আয়েশা ফেরদাউসের পরিবর্তে তার স্বামী মোহাম্মদ আলীকে মনোনয়ন দেওয়া হয়েছে। এছাড়া বাকি পাঁচটিতে বর্তমান এমপিরা নৌকার মনোনয়ন পেয়েছেন।
রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ঘোষিত তালিকায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তাদের মধ্যে, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) এইচএম ইব্রাহীম, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) মোরশেদ আলম, নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মামুনুর রশিদ কিরন, নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) একরামুল করিম চৌধুরী, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) ওবায়দুল কাদের ও নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী।
মোহাম্মদ আলী জাগো নিউজকে বলেন, দীর্ঘ তিন যুগের বেশি সময় ধরে হাতিয়ায় রাজনীতির করে আসছি। ২০০৯ সালে নৌকার প্রার্থী হয়েও যড়যন্ত্র করে নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হয়। পরে ২০১৪ ও ২০১৮ সালে আমার স্ত্রী আয়েশা ফেরদাউস নৌকার মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হয়েছিলেন। এবার আমরা দুইজন আওয়ামী লীগের মনোনয়ন কিনলেও দলের হাইকমান্ডের নির্দেশে আমার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। নেত্রী আমার কর্মের মূল্যায়ন করেছেন। এজন্য আমি বঙ্গবন্ধু কন্যার কাছে কৃতজ্ঞ।
ইকবাল হোসেন মজনু/এএইচ/জেআইএম