যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে সাজা দেওয়ার প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। রোববার (২৬ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কে জেলা যুবদল এ বিক্ষোভ মিছিল করে।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করে যুবদলের নেতাকর্মীরা।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন বলেন, ‘ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্যে মিথ্যা মামলার ফরমায়েশি রায় দেওয়া হয়েছে’।
জানা গেছে, পল্টন থানার করা মামলায় যুবদলের সভাপতি সুলতান সালাহ উদ্দিন টুকু ও স্বেচ্ছাসেবক দলের সেক্রেটারি রাজিব আহসানসহ ২৫ জনের দুই বছরের সাজা দিয়েছেন আদালত।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৮ অক্টোবর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় হয়ে ফেনী যান। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আসলে আসামিরা পুলিশের কাজে বাধা দেন। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।
এ ঘটনায় পল্টন মডেল থানার এসআই আবুল কালাম আজাদ বাদী হয়ে মামলা দায়ের করেন। ২০১৯ সালের ৬ আগস্ট বিএনপির যুগ্ম মহাসচিব হাবীবুন নবী খানসহ ৪০ জনের নামে চার্জশিট দাখিল করেন। এরপর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় বিভিন্ন সময় পাঁচজন আদালতে সাক্ষ্য দেন।
এসকে রাসেল/এমআইএইচএস