দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ে রমেশ চন্দ্র থাকলেও বাদ পড়লেন ২ এমপি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন থেকে বাদ পড়েছেন ঠাকুরগাঁওয়ের দুই এমপি। তাদের আসনে একজন নতুন মুখ এসেছেন অপর একজন সাবেক সংসদ সদস্য। বাকি এক আসনে বর্তমান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেনই থাকছেন।

রোববার (২৬ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ।

ঠাকুরগাঁও-১ আসনে রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনে মো. মাজহারুল ইসলাম সুজন ও ঠাকুরগাঁও-৩ আসনে সাবেক সংসদ সদস্য মো. ইমদাদুল হককে নৌকার মনোনয়ন দেওয়া হয়। এদের মধ্যে মাজহারুল ইসলাম সুজন প্রথমবার আওয়ামী লীগের মনোনয়ন পেলেন।

তবে বাদ পড়েন ঠাকুরগাঁও-২ আসনের বর্তমান সংসদ সদস্য দবিরুল ইসলাম, ঠাকুরগাঁও-৩ আসনের বর্তমান সংসদ সদস্য হাফিজ উদ্দিন জাতীয় পার্টি।

তানভীর হাসান তানু/এসজে/জেআইএম